Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

** নিয়মিত ইউপি ট্যাক্স পরিশোধ করুন, ইউপির স্মার্ট সেবা গ্রহণ করুন- শেখ মোঃ গোলাম হায়দার, চেয়ারম্যান। ** ফতেপুর ইউনিয়নবাসীকে জানানো যাচ্ছে যে, ০ থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু তথ্য ইউনিয়নে প্রদান করে বিনামূল্যে স্মার্ট সনদ গ্রহণ করুন- শেখ মোঃ গোলাম হায়দার, চেয়ারম্যান (নিবন্ধক) ও মোঃ ইনছাদুর রহমান, ইউপি সচিব (সহকারী নিবন্ধক)।


গ্রাম পুলিশ, দফাদার ও মহাল্লাদার
ইউনিয়ন পরিষদের পুলিশ ও গ্রাম প্রতিরক্ষা বিষয়ক কার্যাবলি 
 সরকার, সময়ে সময়ে, চাহিদা মোতাবেক গ্রামীণ এলাকায় গ্রাম পুলিশ বাহিনী গঠন এবং সরকার কর্তৃক উক্ত গ্রাম পুলিশ বাহিনী নিয়োগ, প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং চাকরির শর্তাবলি নির্ধারণ করা হয়। সরকার যেরূপ নির্দেশ প্রদান করবে গ্রাম পুলিশ সেরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করে থাকে । জেলা প্রশাসকের নিকট যদি প্রতীয়মান হয় যে, কোনো ইউনিয়ন বা তার অংশ বিশেষে জননিরাপত্তা ও গ্রাম প্রতিরক্ষা বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে সে ক্ষেত্রে উক্ত এলাকার প্রাপ্তবয়স্ক সক্ষম ব্যক্তিগণকে আদেশে উল্লিখিত পদ্ধতিতে গণপাহারায় নিয়োজিত থাকে। আদেশ জারি করা হলে ইউনিয়ন পরিষদ আদেশে উল্লিখিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করে থাকে।


নাম
পদবী
ওয়ার্ড নং
মোবাইল নং
  মোঃ রবিউল ইসলাম
দফাদার
০১-০৯
  ০১৩১১-০২৯০৫০
  শ্রী মিঠুন দাস
মহল্লাদার
০১
  ০১৩১১-০২৯০৪১
  মোঃ আব্দুস সালাম
মহল্লাদার
০২
  ০১৩১১-০২৯০৪২
  মোঃ নুরুজ্জামান
মহল্লাদার
০৩
  ০১৩১১-০২৯০৪৩
  মোঃ আনিচুর রহমান
মহল্লাদার
০৪
  ০১৩১১-০২৯০৪৪
  মোঃ সোহাগ হোসেন
মহল্লাদার
০৫
  ০১৩১১-০২৯০৪৫
  মোঃ রাসেল মিয়া
মহল্লাদার
০৬
  ০১৩১১-০২৯০৪৬
  মোঃ হারুন-আর-রশিদ
মহল্লাদার
০৭
  ০১৩১১-০২৯০৪৭
  মোঃ আবু তালেব
মহল্লাদার
০৮
  ০১৩১১-০২৯০৪৮
  মোঃ খবির উদ্দিন
মহল্লাদার
০৯
  ০১৩১১-০২৯০৪৯