Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

** নিয়মিত ইউপি ট্যাক্স পরিশোধ করুন, ইউপির স্মার্ট সেবা গ্রহণ করুন- শেখ মোঃ গোলাম হায়দার, চেয়ারম্যান। ** ফতেপুর ইউনিয়নবাসীকে জানানো যাচ্ছে যে, ০ থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু তথ্য ইউনিয়নে প্রদান করে বিনামূল্যে স্মার্ট সনদ গ্রহণ করুন- শেখ মোঃ গোলাম হায়দার, চেয়ারম্যান (নিবন্ধক) ও মোঃ ইনছাদুর রহমান, ইউপি সচিব (সহকারী নিবন্ধক)।


শিরোনাম
ফতেপুর মন্ডলপাড়া জামে মসজিদ
label.image.title
প্রতিষ্ঠানের ধরণ

প্রতিষ্ঠান প্রধানের নাম

পদবি

মোবাইল

ঠিকানা
ফতেপুর গ্রামের যেকোন স্থান হতে পায়ে হেটে অতি সহজে মসজিদটিতে যাওয়া যায়।এই মসজিদটি ফতেপুর ইউনিয়ন পরিষদের পশ্চিমমূখে বাজার সংলগ্ন অবস্থান ।আর ইউনিয়ন থেকে উহার দূরুত্ব প্রায় ১ কিঃ মিঃ ।
ইতিহাস
<p>&nbsp;ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাধীন ফতেপুর মন্ডল পাড়া জামে মসজিদটি একটি মনোরম পরিবেশে অবস্থিত। এখানে আগে হিন্দু সম্প্রাদায় লোকের বসবাস করত। মাত্র কয়েক ঘর মুসলিম পরিবার থাকলেও কোন মসজিদ ছিলনা। গ্রামটি ঘোষপাড়া নামে পরিচিত ছিল। নামাজের স্থানের অভাব অনুভব করে ফতেপুর মরহুম মকছেদ আলী মন্ডল পরিবারের ৪সন্তান মিলে এবং গ্রামবাসীর সহযোগীতায় মসজিদটি তৈরী করার উদ্দোগ গ্রহণ করেন। মসজিদের নামে মন্ডল পরিবারের পক্ষ থেকে জমি দান করা হয়। সেই থেকে পাড়াটির নাম ঘোষপাড়া পরিবর্তন করে ফতেপুর মন্ডল পাড়া রাখা হয়। মসজিদটি প্রতিষ্ঠিত হওয়ার ফলে অনেক বেনামাজি মানুষ নামাজ ধরেছে এবং সতভাবে জীবনযাপন করছেন। মসজিদটির আওতায় প্রায় ৭০ ঘর মুসলিম পরিবারের বসবাস। প্রত্যেক ওয়াক্তে প্রায় ৭০-৮০জন করে উক্ত মসজিদে নামাজ আদায় করে।</p>