Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

** নিয়মিত ইউপি ট্যাক্স পরিশোধ করুন, ইউপির স্মার্ট সেবা গ্রহণ করুন- শেখ মোঃ গোলাম হায়দার, চেয়ারম্যান। ** ফতেপুর ইউনিয়নবাসীকে জানানো যাচ্ছে যে, ০ থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু তথ্য ইউনিয়নে প্রদান করে বিনামূল্যে স্মার্ট সনদ গ্রহণ করুন- শেখ মোঃ গোলাম হায়দার, চেয়ারম্যান (নিবন্ধক) ও মোঃ ইনছাদুর রহমান, ইউপি সচিব (সহকারী নিবন্ধক)।


শিরোনাম
জেএসসি-জেডিসি: ফের পেছালো গণিত পরীক্ষা
বিস্তারিত
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আবার পেছানো হল জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসির গণিত বিষয়ের পরীক্ষা।
শিক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ১২ নভেম্বরের বদলে এ পরীক্ষা হবে ১৪ নভেম্বর সকাল ১০টায়। এর আগে একই কারণে এই পরীক্ষা ৯ নভেম্বর থেকে পিছিয়ে ১২ নভেম্বর তারিখ রাখা হয়েছিল।
এদিকে মাদ্রাসা বোর্ডে জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসিতে ১২ নভেম্বর অনুষ্ঠেয় পরীক্ষাটি পিছিয়ে নেওয়া হয়েছে ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৯টায়।
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শুক্রবার ৯ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা পিছিয়ে যথাক্রমে ১২ ও ১৪ নভেম্বর নতুন তারিখ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এরপর ১১ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা পিছিয়ে নেওয়া হয় যথাক্রমে ১৩ ও ১৬ নভেম্বর।
রোববার সেই সূচিতে আবার পরিবর্তন আনলো শিক্ষা মন্ত্রণালয়।
 

পরিবর্তিত সূচি

পরীক্ষা

তারিখ

বিষয়

জেএসসি

১৩ নভেম্বর

বিজ্ঞান

 

১৪ নভেম্বর

গণিত

জেডিসি

১৪ নভেম্বর

গণিত

 

১৫ নভেম্বর*

বিজ্ঞান

 

১৬ নভেম্বর

ইংরেজি

* ১৫ নভেম্বরের জেডিসি পরীক্ষা হবে সকাল ৯টায়। অন্য দিন পরীক্ষা হবে স্বাভাবিক নিয়মে সকাল ১০টায়।

সূত্র: বিডিনিউজ24.কম

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/11/2019
আর্কাইভ তারিখ
30/11/2019