Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

** নিয়মিত ইউপি ট্যাক্স পরিশোধ করুন, ইউপির স্মার্ট সেবা গ্রহণ করুন- শেখ মোঃ গোলাম হায়দার, চেয়ারম্যান। ** ফতেপুর ইউনিয়নবাসীকে জানানো যাচ্ছে যে, ০ থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু তথ্য ইউনিয়নে প্রদান করে বিনামূল্যে স্মার্ট সনদ গ্রহণ করুন- শেখ মোঃ গোলাম হায়দার, চেয়ারম্যান (নিবন্ধক) ও মোঃ আব্দুল খালেক, ইউপি সচিব (সহকারী নিবন্ধক)।


এক নজরে ফতেপুর ইউনিয়ন

০১

স্থাপনকাল -

 ১৯৫৮ সাল। ইউপি কমপ্লেক্স ভবন স্থাপন কাল- ১৯৯৮ সাল।

০২

সীমানা -

 উত্তরে-জীবননগর উপজেলার রায়পুর ইউপি, পূর্ব-মহেশপুর উপজেলা ১নং এসবিকে ইউপি, দক্ষিণে-মহেশপুর উপজেলা   এবং পশ্চিমে-জীবননগর উপজেলার হাসাদাহ ইউপি অবস্থিত।

০৩

আয়তন -

 ৩০ বর্গ কিলোমিটার। 

০৪

ভৌগলিক অবস্থান -

 23.3874254, 88.8910994

০৫

জেলা থেকে দূরত্ব -

 ৫০ কিলোমিটার। সময় আনুমানিক- ১ ঘন্টা, ২০ মিনিট।

০৬

জেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম -

 ঢাকাগামী পরিবহন, শাপলা পরিবহন, লোকাল পরিবহন, মাইক্রোবাস, সিনএনজি ইত্যাদি।

০৭

উপজেলা থেকে দূরত্ব -

 ০৫ কিলোমিটার। সময় আনুমানিক- ১০ মিনিট।

০৮

উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম -

 বাস, সিনএনজি, মাইক্রোবাস, মিশুক, মটরচালিত ভ্যান ইত্যাদি।

০৯

জনসংখ্যা -

 ৩২১৩৭ জন। (পুরুষ- ১৬১৩০, মহিলা- ১৬০০৭)।

১০

ভোটার সংখ্যা -

 পুরুষ-৯৮০৯, মহিলা-৯৬৫০, মোট-১৯৪৫৯ জন।

১১

ওয়ার্ড সংখ্যা -

 ০৯ টি।

১২

মৌজার সংখ্যা -

 ০৮ টি।

১৩

খানার সংখ্যা -

 ৬৫৭২ টি।

১৪

খাল-বিলের সংখ্যা

 ৯টি।

১৫

নদ-নদীর সংখ্যা -

 ০১ টি, (কপোতাক্ষ নদী)।

১৬

খাল-বিলের সংখ্যা -

 ০১ টি

১৭

 বাওড় সংখ্যা -

 ০২ টি

১৮

ঐতিহাসিক/পর্যটন স্থান -

 ফতেপুর পুরাতন জমিদার বাড়ি ও পুরন্দরপুর বেড়েপীর সাহেবের দরগাহ্।

১৯

বীর মুক্তিযোদ্ধার সংখ্যা -

 মুক্তিযোদ্ধা - ২০ জন।

২০

জমির পরিমান -

 ২২৯৬ হেক্টর, এক ফসলী জমি- ২৩৪ হেক্টর, দু- ফসলী জমি- ৮২৬ হেক্টর,

 তিন- ফসলী জমি- ১২৩৬ হেক্টর ও পতিত জমি- ২৫০ হেক্টর জমি।

২১

শিক্ষা প্রতিষ্ঠান -

 ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়-১১টি।

 খ) মাধ্যমিক বিদ্যালয়-০২টি

 গ) মাধ্যমিক বালিকা বিদ্যালয়-০১টি।

 ঘ) সরকারি ডিগ্রি কলেজ-০১টি।

 ঙ) বে-সরকারি ডিগ্রি কলেজ-০১টি।

 চ) দাখিল মাদরাসা-০১টি।

 ছ) হাফিজিয়া মাদরাসা-০১টি।   

২২

দায়িত্বরত চেয়ারম্যান

 জনাব শেখ মোঃ গোলাম হায়দার ।

২৩

 দায়িত্বরত সচিব

 জনাব মোঃ আব্দুল খালেক।

২৪

 নির্বাচিত পরিষদ সদস্য

 ১৩ জন।

২৫

 উদ্যোক্তা

 ০১ জন।  

২৬

 গ্রাম পুলিশ

 ১০ জন।

২৭

ধর্মীয় প্রতিষ্ঠান -

 মসজিদ-৫৪টি, মন্দির-০৯টি, ঈদগাহ্-০৫টি ও দরগাহ-০১টি

২৮

শিক্ষার হার -

 ৭৫ শতাংশ। (২০১৬ শিক্ষা জরিপ অনুসারে)

২৯

গ্রামের সংখ্যা-

 ১৩ টি।

৩০

গ্রাম সমূহের নাম -

 ফতেপুর, নিমতলা, কদমতলা, বেড়েরমাঠ, যোগীহুদা, সাড়াতলা, গোয়ালহুদা,

 পুরন্দরপুর, কৃষ্ণচন্দ্রপুর, রাখালভোগা, চাঁদপুর, একতারপুর, কানাইডাঙ্গা।

৩১

হাট বাজারের সংখ্যা -

 ০১ টি (ফতেপুর বাজার)

৩২

রাস্তা ও সড়কের পরিমান –

(ক) পাকা রাস্তা- ৩৭ কিলোমিটার

(খ) এইচ,বি,বি- ২৫ কিলোমিটার

(গ) কাঁচারাস্তা- ১৫ কিলোমিটার

৩৩

নলকূপের সংখ্যা –

 অগভীর- ৮৭২০টি, গভীর- ২০টি।

৩৪

পরিবার পরিকল্পনা কেন্দ্র -

 ১ টি।

৩৫

ইক্ষু ক্রয় কেন্দ্র -

 ১ টি।

৩৬

শাখা পোষ্ট অফিস -

 ১ টি।

৩৭

অন্যান্য প্রতিষ্ঠান

 কেবলস্, পোল, মিটার ও কোল্ড স্টোরেজ ফ্যাক্টারি-১টি।

 সিরামিকস্ ফ্যাক্টারি-১টি, ইট ভাটা- ০৫টি ও ফিলিং স্টেশন-১টি।