Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

** নিয়মিত ইউপি ট্যাক্স পরিশোধ করুন, ইউপির স্মার্ট সেবা গ্রহণ করুন- শেখ মোঃ গোলাম হায়দার, চেয়ারম্যান। ** ফতেপুর ইউনিয়নবাসীকে জানানো যাচ্ছে যে, ০ থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু তথ্য ইউনিয়নে প্রদান করে বিনামূল্যে স্মার্ট সনদ গ্রহণ করুন- শেখ মোঃ গোলাম হায়দার, চেয়ারম্যান (নিবন্ধক) ও মোঃ আব্দুল খালেক, ইউপি সচিব (সহকারী নিবন্ধক)।


প্রখ্যাত ব্যক্তিত্ব

উচ্চশিক্ষিত ব্যক্তি ও কৃতিসন্তান।

স্নাতক পাশ ব্যক্তি উচ্চ শিক্ষিত পর্যায়ভুক্ত। তবে এখানে পদ মর্যাদা ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের উচ্চ শিক্ষিত এবং সেই সাথে পদ মর্যাদার বিষয় বিবেচনায় এনে কৃতিসন্তান হিসেবে ধরা হলো।
 
১.
কে, এম রাহাতুল ইসলাম, পিতা এনামুল ইসলাম খান, খান পরিবারের সন্তান, 
বর্তমানে সচিব, গাজীপুর সিটি কর্পোরেশন  , পুরন্দরপুর খান পাড়ায় পৈতৃক নিবাস।
২.
প্রফেসর ড. সাইদুল ইসলাম, পিতা জুলমত আলী খান, গ্রন্থাগার বিজ্ঞান বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত। তাঁর পৈতৃক নিবাস পুরন্দরপুর খাঁন পাড়ায়।
৩.
মোঃ শওকত আলী, পিতাঃ সামসুল হুদা, পুরন্দরপুর খানপাড়ার সন্তান,
অধ্যক্ষ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, ফতেপুর, মহেশপুর।
৪.
মোঃ কায়ুম আলী খান, পিতাঃ আক্কাস আলী খান, পুরন্দরপুর খান পাড়ার সন্তান,
৪২ বছর খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন।
৫.
আব্দুল মান্নান শেখ, পিতা আব্দুল আজিজ শেখ, 
সরকারি কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেছেন, H.S.T.T (Higher Secondary Teachers Training). খুলনা এর পরিচালক ছিলেন।
৬.
মোস্তফা গোলাম ইউসুফ, পিতা ইউসুফ আলী শেখ। পুরন্দরপুর শেখপাড়ার সন্তান,
বিষয় সমাজ কল্যাণ, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদ হতে অবসর গ্রহণ করেন।
৭.
এস.এম মনিরুজ্জামান, পিতা দাউদ হোসেন, পুরন্দরপুর শেখপাড়ার সন্তান,
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ঢাকা হেড অফিসে চাকরিরত।
৮.
ডা. এস.এম রোকনুজ্জামান, পিতা দাউদ হোসেন, পুরন্দরপুর শেখপাড়ার সন্তান,
মেডিসিন বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল কলেজের (উত্তরা) সহযোগী অধ্যাপক পদে কর্মরত।