Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

** নিয়মিত ইউপি ট্যাক্স পরিশোধ করুন, ইউপির স্মার্ট সেবা গ্রহণ করুন- শেখ মোঃ গোলাম হায়দার, চেয়ারম্যান। ** ফতেপুর ইউনিয়নবাসীকে জানানো যাচ্ছে যে, ০ থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু তথ্য ইউনিয়নে প্রদান করে বিনামূল্যে স্মার্ট সনদ গ্রহণ করুন- শেখ মোঃ গোলাম হায়দার, চেয়ারম্যান (নিবন্ধক) ও মোঃ আব্দুল খালেক, ইউপি সচিব (সহকারী নিবন্ধক)।


ছবি
শিরোনাম
শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয় ।
বিস্তারিত

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়নের কালীগঞ্জ-চুয়াডাঙ্গা মহাসড়কের পার্শ্বে অত্যন্ত মনোরম পরিবেষে শামছুদ্দীন সরদার মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত অ দরিদ্র জনগোষ্টী অধ্যুষিত এ এলাকায় সহস্রাব্দের সন্ধিক্ষণে লড়ই-সংগ্রামের ভিতর দিয়ে বিদ্যালযটি স্থাপিত হয় ।ই জনপদের মানুষ বিদ্যালযটি নিজেদের আকাংক্ষার শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গ্রহন করেছে । ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালযটি দাড়িয়ে আছে । আশা করা যায়, অত্র এলাকার মানুষ আষ্থা ও আশা আকাংখার প্রতিফলন ঘটিয়ে শামছুদ্দীন সরদার মাধ্যমিক বিদ্যালয সুনামের সাথে পুরচালিত হবে ।