Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

** নিয়মিত ইউপি ট্যাক্স পরিশোধ করুন, ইউপির স্মার্ট সেবা গ্রহণ করুন- শেখ মোঃ গোলাম হায়দার, চেয়ারম্যান। ** ফতেপুর ইউনিয়নবাসীকে জানানো যাচ্ছে যে, ০ থেকে ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু তথ্য ইউনিয়নে প্রদান করে বিনামূল্যে স্মার্ট সনদ গ্রহণ করুন- শেখ মোঃ গোলাম হায়দার, চেয়ারম্যান (নিবন্ধক) ও মোঃ আব্দুল খালেক, ইউপি সচিব (সহকারী নিবন্ধক)।


দর্শনীয় স্থান

ক্রঃ নং 

শিরোনাম

স্থান

কিভাবে যাওয়া যায়

যোগাযোগ

ফতেপুর পুরাতন

জমিদার বাড়ি

ফতেপুর, মহেশপুর, ঝিনাইদহ।

ঢাকা হতে রয়েল, জে আর, পূর্বশা, জে লাইন, দর্শনা ডিলাক্স, সোনার তরী, কোহিনুর, সোনালী, চিত্রা, কালিগঞ্জ এক্সেপ্রেস, মামুন, সোহেলী পরিবহন ও মাইক্রোবাসের মাধ্যমে শিশুতলা বাজারে এসে ফতেপুর ইউনিয়নের পাশে আসতে হবে।

ঝিনাইদহ জেলা হতে বাস, মটরসাইকেল, মাইক্রোবাসের মাধ্যমে শিশুতলা আসা যায়।


পুরন্দরপুর বেড়েপীর সাহেবের দরগাহ্।

পুরন্দরপুর, মহেশপুর, ঝিনাইদহ।

দরগাড় যাতায়াতের জন্য সহজ পথ হলো  কালিগঞ্জ-জীবননগর সড়কের মাঝামাজি স্থান খালিশপুর থেকে কপোতাক্ষ নদের ব্রীজ হইতে পশ্চিম দিকের রাস্তা দিয়ে ধরিয়া ০২ কিলোমিটার পশ্চিমে গ্রামের ভিতরে অবস্থিত। এখানে যেকোন বাহনেই (মানুষ ভ্যান, অটো রিক্সা, মোটর সাইকেল বিভিন্নভাবে যাতায়াত করতে পারেন) ।